মাধ্যম নিউজ ডেস্ক: ‘লায়ন সাফারি’তে (Lion Safari) গিয়ে গর্তে পড়ে গেল পর্যটক বোঝাই বাস। মানুষের গন্ধ পেয়ে দ্রুত ছুটে এল এক পাল সিংহ। বাসের ভিতরে তখন ইষ্টমন্ত্র জপ করতে শুরু করেছেন পর্যটকরা। শনিবার হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে ওড়িশার নন্দনকাননে। খবর পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্ধার করেন পর্যটকদের। শিকার হাতছাড়া হওয়ায় জঙ্গলের গভীরে ফিরে যায় হতাশ শ্বাপদের দল।
‘লায়ন সাফারি’
যাঁরা জগন্নাথ দর্শনে পুরী যান, তাঁদের অনেকেই নন্দনকানন চিড়িয়াখানায় ‘লায়ন সাফারি’তে (Lion Safari) যান। ভুবনেশ্বরের ওই চিড়িয়াখানায় পশুরা থাকে মুক্ত পরিবেশে। গহীন অরণ্যে কাছ থেকে হিংস্র পশুর দেখার অভিজ্ঞতাই আলাদা। এই অভিজ্ঞতাই অর্জন করতে গিয়েছিলেন ৩০ জন পর্যটক। চিড়িয়াখানারই একটি বাসে করে লায়ন সাফারিতে গিয়েছিলেন তাঁরা। বাস চলতে শুরু করার পরেই আনন্দে আত্মহারা হন পর্যটকরা। কিছু সময় পরে বাস ঢুকে পড়ে জঙ্গলের কোর এরিয়ায়। এখানেই বাস করে পশুরাজের দল। আচমকাই একটি গাড্ডায় পড়ে যায় বাস। বাসটিকে গর্ত থেকে তুলতে অনেক মেহনত করেন চালক। তার পরেও বাস দাঁড়িয়ে থাকে ঠায়।
চলে এল সিংহের দল
জঙ্গলের বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের গন্ধ। সেই গন্ধ পেয়েই বাসটির কাছে চলে আসে সিংহের (Lion Safari) দল। গর্জন করতে থাকে শ্বাপদের দল। বাসের চারপাশে ঘুরঘুর করতে থাকে তারা। বাসের ভিতরে তখন পর্যটকদের অনেকেই প্রাণ ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। সিংহের দল আস্ত খেয়ে ফেলবে ভেবে ইষ্টনামও জপ করতে শুরু করেন পর্যটকদের অনেকেই। এভাবেই কেটে যায় ঘণ্টা দেড়েক।
আরও পড়ুুন: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস
খবর পেয়ে নন্দনকানন কর্তৃপক্ষ পাঠান উদ্ধার কারী দল। ওই দলের সদস্যরা প্রথমে সিংহদের (Lion Safari) ফিরিয়ে দেয় তাদের আস্তানায়। পরে অন্য একটি বাসে করে পর্যটকদের ফিরিয়ে আনেন জঙ্গলের বাইরে। স্বস্তির শ্বাস ফেলেন পর্যটকরা। অবশ্য এই প্রথম নয়, ২০২১ সালেও একবার নন্দনকাননের ভিতরে ঠিক একইরকমভাবে কাদায় আটকে গিয়েছিল পর্যটকদের বাস। অন্য একটি বাস পাঠিয়ে উদ্ধার করা হয়েছিল তাঁদের। ওই ঘটনার ঠিক দু বছর পরে ফের একবার একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়েই। নন্দনকাননের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার জানান, দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। কীভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours