মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দিনও উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। আর লড়াই হল তৃণমূলের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। যারা সকলেই তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ। এই বিধানসভা এলাকায় নির্দল প্রার্থীদের হয়ে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা মূলত ভোট করাচ্ছেন। আর শনিবার সকালে সেই নির্দলের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। তাতে একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। এদিন সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটিখুন্তি অঞ্চলের ঝাড়বাড়ি এলাকার ২৮ নম্বর বুথে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম মোজাফ্ফর হোসেন। পাশাপাশি একাধিক বুথে ব্যালট লুট করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে এক প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার জেরে বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই বিধানসভা এলাকায় ব্যালট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঠিক কী ঘটনা ঘটেছে?
তৃণমূল (TMC) বিধায়ক করিম চৌধুরী আগেই বলেছিলেন দলীয় কর্মীরা টিকিট না পেলে নির্দলে দাঁড়াবেন। তিনি সেই কথা রেখেছেন। তাঁর অনুগামীরা এখন ইসলামপুরে নির্দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। এদিন সকালে ইসলামপুরের আগডিমটিখুন্তি অঞ্চলের ঝাড়বাড়ি এলাকার ২৮ নম্বর বুথে গণ্ডগোল বাধে। মূলত বুথে জমায়েতকে কেন্দ্র করে নির্দল এবং তৃণমূল কর্মীদের ঝামেলা বাধে। পরে, দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুথের কাছে চলে গুলি। আর তাতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ইসলামপুরের জগতাগাও হাইস্কুল ১০৮ নম্বর বুথেও এদিন গণ্ডগোল হয়। ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। ভোট লুটের পাশাপাশি ব্যালট বাক্সে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তায় ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ তৃণমূল ও নির্দল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের চোপরাবাখারি এলাকার ১৪৫ নং বুথে ব্যালট লুটে বাধা দেওয়ায় মারধর করা হয় প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোট কর্মীদের। জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে। ইসলামপুরের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের ৭৮ নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। সকাল ৮ টার মধ্যেই ব্যলট বক্স সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুথে কোন কেন্দ্রীয় বাহিনী কিংবা রাজ্য পুলিশের দেখা মেলেনি।
কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?
বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুললেও, শাসক দল তা মানতে নারাজ। ইসলামপুরের তৃণমূল (TMC) ব্লক সভাপতি জাকির হুসেইন বলেন, "নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর নেই।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours