Madhyamik Results 2023: মাধ্যমিকে প্রথম দেবদত্তা হতে চায় ইঞ্জিনিয়ার! যুগ্মভাবে দ্বিতীয়দের পছন্দ ডাক্তারি

যুগ্মভাবে দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদার রিফাত
bhanu(1)
bhanu(1)

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক (Madhyamik Results 2023) পরীক্ষার ফল। এদিন সকাল দশটায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেন মেধা তালিকা। দেখা যাচ্ছে, প্রথম দশের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র ছাত্রী। প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি।  পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝির প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৭। ফলাফল সামনে আসতেই বাড়ির সামনে জমেছে সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভিড়। প্রতিবেশীরাও মিষ্টি মুখ করাতে এসেছেন তাঁদের পাড়ার কৃতী মেয়েকে।

কী বলছে দেবদত্তা?

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দেবদত্তা বলে, ‘‘দীর্ঘদিন ধরেই পরিশ্রম করেছি আজকের এই ফলাফলে আমি অত্যন্ত খুশি। সাফল্য এসেছে পরিবার এবং শিক্ষকদের জন্য। সকলকে প্রণাম জানাই। দেবদত্তার মা দুর্গা দাসী চৌধুরানি হাই স্কুলেরই শিক্ষিকা। মেয়ের এই সাফল্যে আনন্দে চোখে জল মায়েরও। তিনি বলেন, ‘‘আলাদা করে পড়তে বসার জন্য কিছু বলতে হয়নি দেবদত্তাকে। ও ভালো ফল (Madhyamik Results 2023) করবে প্রত্যাশা ছিল, কিন্তু প্রথম হওয়া! এটা স্বপ্ন পূরণ।’’ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় দেবদত্তা এমনটাই সে জানিয়েছে । অঙ্ক তার অত্যন্ত পছন্দের বিষয় বলেও জানিয়েছে এই মেধাবী ছাত্রী।  দেবদত্তা পরীক্ষার আগে নিয়মিত ১০ থেকে ১২ ঘণ্টা করে পড়াশোনা করতো বলেই জানা গেছে। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তার ছিলনা, তবে রাত্রি অবধি পড়াশোন সে করত। পড়াশোনার বাইরে ভায়োলিন বাজানো এবং আইপিএলের ক্রিকেট দেখা তার খুব পছন্দের বলেই সে জানিয়েছে।

দেবদত্তার প্রাপ্ত নম্বর

মার্কশিটে দেখা যাচ্ছে, মাত্র ২টি বিষয়ে দেবদত্তা ১০০ পায়নি। প্রথম ভাষায় সে পেয়েছে ৯৮, দ্বিতীয় ভাষায় ১০০, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৯, ভূগোলে ১০০। 

যুগ্মভাবে দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদার রিফাত

অন্যদিকে এবারের মাধ্যমিকে (Madhyamik Results 2023) যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বর্ধমানের ছাত্র শুভম এবং মালদার রিফাত। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, ভবিষ্যতে তারা ডাক্তার হতে চায়। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র শুভম। অন্যদিকে রিফাত হাসান সরকার মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। শুভম জানিয়েছে, গল্পের বই পড়তে এবং গান শুনতে তার ভাল লাগে। উচ্চমাধ্যমিকের পাশাপাশি নিট পরীক্ষার প্রস্তুতিও সে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অন্যদিকে রিফাত জানিয়েছে, পরীক্ষা দিয়ে সে বুঝতে পেরেছিল প্রথম দশে থাকবে। কিন্তু তা যে একেবারে প্রথমদিকে ততটা ভাবেনি। রিফাত জানায়, রুটিনমাফিক নয়, যখন যেমন মনে হত তেমনভাবেই পড়াশোনা করত সে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles