মাধ্যম নিউজ ডেস্ক: অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে (Suri)। এদিন ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় এক সাধুর। খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ। রবিবার সকালে সিউড়ি ২ ব্লকের বেহাড়া কালীতলায় এক সাধুর দেহ মন্দির প্রাঙ্গণে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি (Suri) থানার পুলিশ। জানা গিয়েছে মৃত সাধুর নাম ভুবন মন্ডল। সিউড়ি (Suri) থানার পুলিশ ইতিমধ্যে নিহত ভুবন মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জেলা সদর হাসপাতালে। খুনের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রামবাসীদের বক্তব্য
গ্রামবাসীদের একাংশ অবশ্য সরাসরি অভিযোগের আঙুল তুলছেন বেহিড়া কালী মন্দিরের কোষাধ্যক্ষ কল্যাণ মন্ডল ও এক মহিলা সন্ন্যাসিনীর বিরুদ্ধে। তাঁদের দাবি, এই দুজনে মিলে ভুবন মণ্ডল নামে ওই সাধুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্ত কল্যাণ মণ্ডলের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। আপাতত সে পলাতক। ভুবন মণ্ডলের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে ক্রমশই দানা বাঁধছে রহস্য।
ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
সিউড়ির পুরন্দরপুরের এই ঘটনায় ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে আমি অজস্র সাধুসন্তের ফোন পেয়েছি। যাঁরা আমাকে এই দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে জানিয়েছেন। ট্যুইটে নন্দীগ্রামের বিধায়ক নিরপেক্ষ তদন্তও দাবি করেছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এদিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
I've been receiving hundreds of calls of Hindu Monks & Spiritual Gurus from across WB; who are distraught with the painful news of the unnatural death of Aghori panth Sadhu; Shri Bhuban Baba, whose body was found outside the Behira Kali Mandir; in Purandarpur; Birbhum district.… pic.twitter.com/0lxkX1d2lZ
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 23, 2023
আরও পড়ুন: দড়ির উপর খেলায় মর্মান্তিক মৃত্যু, স্বামীকে ধরতে গিয়ে হাত ফসকে পড়ে গেলেন স্ত্রী
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours