WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন
whats_app
whats_app

মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles