মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে আরও সহজ করে তুলেছে। নতুন বছর ২০২৩ সালেও অনেক নতুন চমক আসতে চলেছে মার্ক জুকারবার্গের এই সংস্থা হোয়াটসঅ্যাপে ।
কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)
হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, যে সমস্ত ফিচার (WhatsApp New Feature) ইতিমধ্যে ব্যবহারকারীদের হাতে এসেছে সেগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনবরত কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। ২০২২ সালের ডিসেম্বর মাসেই এসেছিল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার (WhatsApp New Feature) ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন। এই ফিচারকে আরও আকর্ষণীয় এবং উন্নত করতে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ টিম। হোয়াটসঅ্যাপে যে কোনও নতুন ফিচার (WhatsApp New Feature) এলেই সাধারণত ট্যুইট করা হয় WABetaInfo এই ওয়েবসাইট থেকে। ইতিমধ্যে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে যে হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন এই ফিচারের নতুন আপডেট (WhatsApp New Feature) খুব শীঘ্রই আসছে।
📝 WhatsApp beta for Android 2.23.2.2: what's new?
— WABetaInfo (@WABetaInfo) January 10, 2023
WhatsApp is introducing an alert to inform users about the ability to forward media with a caption!https://t.co/XGVd6YLhNE
যেকোনও ছবি বা ভিডিও কিংবা ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে ক্যাপশন লেখার অপশন আসে। কিন্তু সমস্যা হতো অন্য কারও কাছ থেকে প্রাপ্ত ছবি বা ভিডিওর ক্যাপশন ফরওয়ার্ড করার কোন উপায় ছিল না। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ছবি বা ভিডিওটি ফরওয়ার্ড করতে হতো ক্যাপশন ছাড়াই অথবা ক্যাপশন দিতে চাইলে নিজেকে আবার নতুন ক্যাপশন লিখতে হতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। নতুন ফিচার (WhatsApp New Feature) আপডেট এলে অ্যালার্ট অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা যেকোনও ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময়। সেখানে ব্যবহারকারীকে জানানো হবে যে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করা হচ্ছে ক্যাপশন সমেত। তবে ব্যবহারকারী চাইলে ক্যাপশন রিমুভ করেও ছবি বা মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন, এমন অপশনও থাকবে।
+ There are no comments
Add yours