মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মতলার মঞ্চ (BJP Dharmatala Rally) থেকেই একই সুরে চব্বিশের লোকসভা নির্বাচন ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। বুধবার বক্তব্যের শুরুতেই উপস্থিত জনস্রোতের উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘‘ছাব্বিশে দিদিকে উৎখাত করতে হলে চব্বিশে মোদিকে ফের আনতে হবে।’’
দুর্নীতি ইস্যুতে মমতাকে খোলা চ্যালেঞ্জ
এদিন মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ বলেন, “২ কোটি ৩০ লাখ ভোট বাংলায় ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দিদি দ্বিতীয়বার বিধানসভা থেকে বরখাস্ত করে দিয়েছেন। আমি বলছি, দিদি কান খুলে শুনে নিন শুভেন্দুকে আপনি বিধানসভার বাইরে বের করতে পারেন। কিন্তু, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় এবার শেষ হয়ে গিয়েছে। (BJP Dharmatala Rally)” দুর্নীতি ইস্যুতে এদিন মমতা প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ করেন শাহ (Amit Shah)। বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। সাহস থাকে তো জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান। যাতে ভাইপোর নাম না আসে সেইজন্য রোজ দুর্গা নাম জপছেন দিদি। যে বাংলা সাহিত্য-বিজ্ঞান-কলা-স্বাধীনতা আন্দোলনে গোটা দেশকে নেতৃত্ব দিত সেই বাংলাকে আজ সবথেকে পিছনে আনার কাজ দিদি করেছেন। দিদিকে বাংলাকে বরবাদ করে দিয়েছেন।’’
ভোট-হিংসা নিয়ে হুঁশিয়ারি
ভোট-হিংসায় (BJP Dharmatala Rally) রাজ্যে বিজেপি কর্মীরা যেভাবে আক্রান্ত হয়ে চলেছেন, সেই বিষয়টিও উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। তিনি বলেন, ‘‘নির্বাচনী হিংসা গোটা দেশের মধ্যে সবথেকে বাংলায় সবথেকে বেশি হয়। অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার আটকাতে পারে না। এখন ওদের প্রকাশেই ভোটার কার্ড, আধার কার্ড দেওয়া হচ্ছে। ২১২ জন বিজেপির কর্মীকে খুন করা হয়েছে। দিদিকে বলে যাচ্ছি, আমরা বিজেপি। আমাদের কাছে কর্মীরা ভাইয়ের মতো। গোটা বিজেপির প্রতিটি কর্মী এর বদলা নিতে প্রস্তুত রয়েছেন। ’’
২৪-এ প্রত্যাবর্তন ও ২৬-এ পালাবদল
রাজ্যে ক্ষমতার পালাবদল এবং একইসঙ্গে কেন্দ্রে মোদি সরকারের প্রত্যাবর্তনের ডাক দিয়ে গেলেন অমিত শাহ (Amit Shah)। বলেছেন, “২৬ সালে যদি বাংলায় পালাবদল ঘটাতে হয়, তাহলে চব্বিশ সালে এই রাজ্যে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। দেখুন গোটা দেশে মোদিজি কীভাবে বিকাশ করছেন। গরিবদের জীবনে কত পরিবর্তন এসেছে। ওনাদের ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, জল দিয়েছেন। শৌচালয়ের সঙ্গে ৫ লক্ষের স্বাস্থ্যবীমাও দিয়েছেন। করোনাকে গোটা দেশে টিকা লাগানোর কাজও মোদিজি করেছেন। গোটা দেশে সন্ত্রাসবাদকে দমন করেছেন মোদিজি।” তিনি আরও বলেন, ‘‘বাংলার উন্নয়ন করতে চাইছেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নে বাধা দিচ্ছেন। তাই বলছি, বাংলায় বিজেপির সরকার তৈরির সুযোগ করে দিন। গত লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদিকে বাংলায় এমন ভাবে জেতান যাতে শপথ নেওয়ার সময়ে মোদিজি বলেন, আমি তো শুধু বাংলার জন্যই জিতেছি।’’
অনুপ্রবেশ নিয়ে এদিন সরব হন শাহ। বলেন, ‘‘অনুপ্রবেশকারীদের বাংলায় ভোটার কার্ড দেওয়া হচ্ছে, সেই কারণে মমতা দিদি নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। কিন্তু নাগরিকত্ব আইন হল দেশের আইন। তা বাস্তবায়িত হবেই। ছাব্বিশে যদি বাংলায় পালাবদল ঘটাতে হয়, তাহলে চব্বিশ সালে এই রাজ্যে নরেন্দ্র মোদিকে জেতাতে হবে।’’ একইসঙ্গে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘‘গত ভোটে রিগিং করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। তার পরেও ৭৭টি আসনে জিতেছে বিজেপি। আমি দেখতে পাচ্ছি, ২০২৬ সালে দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে (BJP Dharmatala Rally)।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours