মাধ্যম নিউজ ডেস্ক: ভাগ্য সহায় বাবরদের, ডাকওয়ার্থ-লুইসে ম্যাচ জিতে বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলে পাকিস্তান। তারপর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতে যায় পাকিস্তান।
A blitz from Fakhar Zaman helped Pakistan stay ahead of New Zealand in a rain-affected encounter ✌
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 4, 2023
With this win, Pakistan remain in contention for a #CWC23 knockout spot.#NZvPAK pic.twitter.com/gpokdtpu4O
অনবদ্য রচিন রবীন্দ্র
টসে জিতে পাকিস্তান প্রথমে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। পিচ যে ব্যাটিং স্বর্গ, তার আভাস মিলেছিলো গোড়া থেকেই। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। হাসান আলি’র বলে কনওয়ে ফিরলে রবীন্দ্রের (Rachin Ravindra) সাথে জুটি বাঁধেন কেন উইলিয়ামসন। তরুণ রচিন ও অভিজ্ঞ কেন-এর জুটির বিরুদ্ধে দিশাহারা লাগলো পাক বোলিং-কে। স্কোরবোর্ডে ১৮০ রান যোগ করেন দুজনে। প্রত্যাবর্তনের ম্যাচে ৯৫ রান করে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন (Kane Williamson)। রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) তৃতীয় শতরান করলেন।
Rachin Ravindra continues his brilliant #CWC23 with another century 👏@Mastercardindia Milestones 🏏#NZvPAK pic.twitter.com/Wa0k4SOBAu
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 4, 2023
ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড এই প্রথম ৪০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে তারা। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে চারশো রানের দোরগোড়ায় থেমে যেতে হয় কিউয়িদের।
আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা
ঝড়ো শতরান ফখর জামানের
পাল্টা ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে পাকিস্তান। অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান (৬/১)। টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। এরপর বাবর আজমকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন ফখর। বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর জামান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। ৫২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বাবর আজম। বৃষ্টি থামলে পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএস মেথডে ২১ রানে জেতে পাকিস্তান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours