মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর জি-২০র (G 20) সভাপতিত্ব করার দায় বর্তেছে ভারতের (India) ওপর। গত বছর সেপ্টেম্বর থেকেই দেশের বিভিন্ন জায়গায় জি-২০ উপলক্ষে হচ্ছে নানা অনুষ্ঠান। অনুষ্ঠান হবে কাশ্মীরেও। সেই কারণে ভূস্বর্গের বিভিন্ন জেলায় এ নিয়ে শুরু হয়েছে প্রচার। ভারতের সভাপতিত্বেই যে এবার জি-২০-র বৈঠক হচ্ছে, ভারতে তাও প্রচার করা হচ্ছে। কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যেই ভারতের এই গর্বিত নেতৃত্বই তুলে ধরার চেষ্টা চলছে। এই সচেতনতা প্রচারের লক্ষ্যে সম্প্রতি কাশ্মীরের বারমুলা জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর জি-২ ওয়াকাথন’। দৌড় শুরু হয় গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। রাজ্যের বিভিন্ন শিক্ষাঞ্চলের নানা স্কুলের পড়ুয়া, তাঁদের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা অংশ নেন এই দৌড়ে।
তরুণদের পাশাপাশি রাজ্যের স্কুল পড়ুয়াদের মধ্যে জি-২০ (G 20) সম্পর্কে ভারতের গুরুদায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতেই আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের। বারমুলার ডেপুটি কমিশনার সইদ শেরিষ আসগর বলেন, রাজ্যের ইউথ সার্ভিসেস এবং স্পোর্টস ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছে। লক্ষ্য হল, রাজ্যের স্কুল পড়ুয়াদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলা। তিনি আরও বেশি সংখ্যক পড়ুয়া এবং সাধারণ মানুষকে এই প্রচার কর্মসূচিতে যুক্ত করার নির্দেশও দিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। উপত্যকায় যে বৈঠক হতে চলেছে, সেখানে যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থাকবেন, সে ব্যাপারে সচেতনতা বাড়াতেই জোরকদমে চলছে প্রচার কর্মসূচি।
আরও পড়ুুন: রাজ্যাভিষেক রাজা তৃতীয় চার্লসের, জানুন রাজকীয় প্রথা সম্পর্কে
কেবল বারমুলা নয়, রাজ্যের অন্যান্য জেলায়ও পালিত হচ্ছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। বান্দিপোরায় ইউথ সার্ভিসেস এবং স্পোর্টস ডিপার্টমেন্ট ওয়াকাথনের আয়োজন করেছিল। অংশ নিয়েছিল জেলার বিভিন্ন স্কুলের ১২০০ পড়ুয়া। বদগামে ইউথ সার্ভিসেস এবং স্পোর্টস ডিপার্টমেন্ট ওয়াকাথনের আয়োজন করেছিল। তাতেও অংশ নিয়েছিল প্রচুর পড়ুয়া। প্রসঙ্গত, ২২ থেকে ২৪ মে শ্রীনগরে হবে জি-২০-র (G 20) বৈঠক। বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশ এর সদস্য। এই দেশগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours