মাধ্যম নিউজ ডেস্ক: একবারে ফিল্মি কায়দায় শ্যুটআউট! নিহত কয়লা ব্যবসায়ী রাজেশ ঝা ওরফে রাজু (Raju Jha)। শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় (Saktigarh) এলাকার একটি ল্যাংচার দোকানের সামনে। ঘটনার পর দুষ্কৃতীরা কলকাতার দিকে পালিয়ে যায়। ঘটনার জেরে ভয়ে সিঁটিয়ে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রাজেশ ঝা ওরফে রাজু (Raju Jha)...
এদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ শক্তিগড়ের ল্যাংচাহাবের সামনে ফরচুনা গাড়িতে বসেছিলেন রাজু। তাঁর গাড়ির চালক ঝালমুড়ি খাচ্ছিলেন। রাজু বসেছিলেন চালকের আসনের ঠিক পাশেই। পিছনের সিটে বসেছিলেন রাজুর এক সঙ্গী। ওই সময় দোকানটির সামনে চলে আসে আরও একটি গাড়ি। গাড়ি থেকে নেমে কয়েকজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর সাতটি গুলি ছোড়ে। লুটিয়ে পড়েন রাজু (Raju Jha)। গলগল করতে বের হতে থাকে রক্ত। ভয়ে পিছনের সিটে শুয়ে পড়েছিলেন রাজুর সঙ্গী। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ গিয়ে তাঁদের নিয়ে যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে। সেখানে রাজুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুুন: প্রভাবশালীর কাছে ২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন অয়ন, আদালতে দাবি ইডির
তবে সঙ্গীর ওপর হামলা না হওয়ার পুলিশের ধারণা, দুষ্কৃতীদের টার্গেট ছিলেন রাজুই। পুলিশের অনুমান, খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত। এবং পরিচিতদের কাজ। কয়লার পাশাপাশি ইদানিং রাজু পরিবহণ ও হোটেল ব্যবসা করতেন। দুষ্কৃতিদের চিহ্নিত করতে ঘটনাস্থলের আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আততায়ীদের গাড়িও চিহ্নিত করার চেষ্টা চলছে। শুরু হয়েছে নাকা তল্লাশি। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি গ্যাং ওয়ারের। বিভিন্ন থানায় রাজুর নামে রয়েছে অভিযোগ। ইতিপূর্বেই সিআইডি তাঁকে (Raju Jha) একবার গ্রেফতার করেছিল। বাম আমলে কয়লা পাচারে হাতেখড়ি হয় রাজুর। কয়লা পাচার নিয়ে ইডি এখন যে তদন্ত চালাচ্ছে, তার স্ক্যানারেও ছিলেন রাজু। তাই এই সময় রাজুকে কে বা কারা খুন করল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
জানা গিয়েছে, যে গাড়িতে করে রাজু যাচ্ছিলেন, সেই গাড়িটি অনুব্রত ঘনিষ্ঠ গরু পাচারে অন্যতম অভিযুক্ত এনামুল ঘনিষ্ঠ আবদুল লতিফের। এদিকে, জাতীয় সড়কের ধারে গাড়িটি দাঁড় করিয়ে রেখে চম্পট দিয়েছে আততায়ীরা। পুলিশ সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে ব্যবহার করা হয়েছে গাড়ির নকল নম্বর প্লেটও। ঘটনার জেরে প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours