Abduction: অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, মালদহে গ্রেফতার কিশোর

গভীর রাতে পার্শ্ববর্তী রাজ্যের একটি স্টেশনে জিআরপির হাতে ধরা পড়ে যুগলে...
police
police

মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে অপহরণের (Abduction) অভিযোগ দ্বাদশ শ্রেণি পাঠরত এক কিশোরের বিরুদ্ধে। বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। গভীর রাতে পার্শ্ববর্তী রাজ্যের একটি স্টেশনে জিআরপির (GRP) হাতে ধরা পড়ে যুগলে। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয় জিআরপি। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ গ্রেফতার করে ওই কিশোরকে। ওই কিশোরের দাবি, তারা একে অপরের সঙ্গে এক বছর ধরে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। যদিও নাবালিকার মায়ের অভিযোগ, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। ছেলেটি তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

অপহরণের অভিযোগ...

স্থানীয় সূত্রে খবর, এলাকার দ্বাদশ শ্রেণিতে পাঠরত এক কিশোরের সঙ্গে‌ অষ্টম শ্রেণিতে পাঠরত ওই ছাত্রীর ভালোবাসার সম্পর্ক (Abduction) রয়েছে এক বছর ধরে। ওই কিশোরের দাবি, বিয়ে করবে বলে শনিবার তারা ঘর ছাড়ে। যদিও কিশোরীর পরিবারের দাবি, বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের নাবালিকা মেয়েকে বাইকে করে জোর করে তুলে নিয়ে গিয়েছিল ওই কিশোর। রাত বারোটা নাগাদ ঝাড়খণ্ডের একটা স্টেশনে তাদের আটকায় জিআরপি। সেখানে নাবালক ছেলেটির মাসির বাড়ি। কিশোরীর পরিবারের অভিযোগ, ট্রেনে করে কিশোরীকে পঞ্জাব নিয়ে চলে যাওয়ার ছক কষেছিল ওই কিশোর। জিআরপি দুই পরিবারে খবর দিয়ে ছেলে মেয়েদের তাদের হাতে তুলে দেয়।

আরও পড়ুুন: রাত পোহালেই সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

যদিও ওই কিশোরীর মা হরিশ্চন্দ্রপুর থানায় কিশোরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পরে ওই কিশোরকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই কিশোরীর মা বলেন, আমার মেয়ে প্রতিবেশী হিসেবে শুধু ছেলেটিকে চিনতো। কোনও রকম প্রেমের সম্পর্ক ছিল না। শনিবার আমার মেয়ে স্কুলে যাচ্ছিল। মাঝ রাস্তায় ছেলেটি বাইকে করে জোর করে তাকে তুলে নিয়ে যায়। সেখান থেকে ঝাড়খন্ডে (Abduction) তার মাসির বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল তারা। জিআরপি ধরতে না পারলে ট্রেনে করে আমার মেয়েকে পাঞ্জাব নিয়ে চলে যেত। যদিও কিশোরের দাবি, আমি ওকে অপহরণ করিনি। ওর সম্মতিতেই বিয়ের জন্য গিয়েছিলাম আমরা। প্রসঙ্গত, ভারতের আইন অনুযায়ী, ছেলে এবং মেয়ে দুইজনেই বিবাহযোগ্য নয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles