মাধ্যম নিউজ ডেস্ক: করোনার দাপট যখন ভারত সহ গোটা বিশ্বে কমে গিয়েছে, তখনই চিনে করোনায় মৃত্যুর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, মাত্র ৩৫ দিনে চিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজার মানুষের। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে চিন সরকার। শনিবার বেজিংয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC) একজন কর্মকর্তা।
এক মাসে চিনে করোনায় মৃত্যুর সংখ্যা ৬০ হাজার!
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’ সংক্রমণের দাপাদাপি চিন জুড়ে। সেই আবহে শনিবার করোনায় মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করল শি জিনপিংয়ের সরকার। শনিবার ব্যুরো অফ মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিয়াও ইয়াহুই জানিয়েছেন, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত চিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৯৩৮ জনের। এদের মধ্যে শ্বাসকষ্টজনিত কারণে ৫ হাজার ৫০৩ জন মারা গিয়েছেন। কোভিড ও অন্যান্য অসুস্থতার কারণে মারা গিয়েছেন ৫৪ হাজার ৪৫৩ জন। তবে, এই হিসেবের মধ্যে নেই বাড়িতে মৃত্যু হওয়া লোকজনের সংখ্যা। এই পরিসংখ্যান কেবল স্বাস্থ্য দফতরের নথিভুক্ত পরিসংখ্যান। সুতরাং ৩৫ দিনে চিনে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।
আরও পড়ুন: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি
এর পাশাপাশি দাবি করা হয়েছে যে, মৃত রোগীদের ৯০%ই ৬৫ বয়স বা তার বেশি। শনিবার চিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮০.৩ বছর, যার ৯০ শতাংশের বেশি মৃত্যু হয়েছে ৬৫ বছরের বেশি বয়সী।
কোভিডের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ভ্যাকসিন নিয়ে ধীরে ধীরে গোটা বিশ্বে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও গত বছরের শেষে পুনরায় করোনাভাইরাসে জেরবার হয়ে পড়ে চিন। সংক্রমণ মোকাবিলায় প্রথমবারের মত ‘জিরো কোভিড পলিসি’ চালু করে শি জিনপিংয়ের সরকার। কিন্তু দেশের নাগরিকদের একাংশ সেই নীতির তীব্র বিরোধিতা করে। ফলে ওই নীতি প্রত্যাহার করে নেয় বেজিং। আর যার জেরে ফের চিনে মারাত্মক আকার নেয় কোভিড মহামারী। তবে চিন থেকে যে তথ্য বেরিয়েছে, তার পর থেকেই উদ্বেগ বেড়েছে বিশ্বে।
+ There are no comments
Add yours