মাধ্যম নিউজ ডেস্ক: টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে (IND vs SL 1st T20) দিল ভারত। অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে নায়ক শিবম মাভি (Shivam Mavi)। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে। টিম ইন্ডিয়ার হয়ে ঈশান কিষাণের ৩৭ রানের ইনিংস ছাড়াও, দীপক হুডা ও অক্ষর পটেল (Axar Patel) ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। দীপক ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৬০ রানেই অল আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র।
ভারতের ইনিংস
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরু থেকেই টিম ইন্ডিয়ার ব্য়াটিং বিপর্যের ধারা চলে। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। এর পরেও পড়ে আরও ২ উইকেট। তবে দীপক হুডার অপরাজিত ৪১ (২৩ বলে) এবং অক্ষর প্যাটেলের ২০ বলে অপরাজিত ৩১ রান ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয়। এ ছাড়া ওপেন করতে নেমে ইশান কিষাণ ৩৭ (২৯ বল) করেছিলেন। আর হার্দিক পাণ্ডিয়া ২৯ (২৭ বল) করেন। এর বাইরে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত করে ১৬২ রান। শ্রীলঙ্কার দিলসন মাদুশঙ্কা, মহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, ধনঞ্জয় ডি'সিলভা,ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?
শ্রীলঙ্কার ইনিংস
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই মাত্র এক রানে পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান শিবম মাভি। নিজের পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকেও ৮ রানে আউট করেন মাভিই। একদিকে যখন মাভি নতুন বল হাতে আগুন ঝরাচ্ছেন, অপরিদকে সেখানে আরেক তরুণ ফাস্ট বোলার উমরান মালিকও পিছিয়ে ছিলেন না। তিনি চরিথ আসালঙ্কাকে সাজঘরে ফেরত পাঠিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কাটি দেন। পরের ওভারে কুশল মেন্ডিসকে ২৮ রানে ফেরান হার্ষাল পটেল। ৫১ রানেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক দাসুন শনাকার ২৭ বলে ৪৫ লঙ্কাকে লড়াইয়ে ফেরায়। এ ছাড়া চামিকা করুণারত্নে ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। হাসারঙ্গা ১০ বলে ঝড়ো ২১ রান করেন। যার ফলে জেতার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে কুশল মেন্ডিসও ২৮ করেছিলেন। ম্যাচের শেষ ওভারে অক্ষর পটেলের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল। ওভারের তৃতীয় বলে ছয় মারেন চামিকা। তিন বলে এই সময়ে শ্রীলঙ্কার জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন ছিল। প্রবল চাপের মুখে বল হাতে জ্বলে উঠেন অক্ষর। শেষ তিন বলে মাত্র দুই রান দেন তিনি। ম্যাচ জেতে ভারত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours