মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ এর লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে ২০২৩ এ ভারতের ৯টি রাজ্যের বিধানসভা ভোট। যেখানে শাসক দল বিজেপির (BJP) সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের লড়াই হবে।
আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও
আসুন আমরা জেনে নেব ২০২৩ সালে কোন কোন রাজ্যগুলিতে ভোট হবে
১) উত্তর-পূর্ব ভারত দখলের লড়াই
২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ড। নভেম্বরের মাঝামাঝি সময়ে মিজোরাম রাজ্য ভোট হতে পারে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) ক্ষমতায় রয়েছে। নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভারতীয় জনতা পার্টির (BJP) জোট ক্ষমতায় রয়েছে। মিজোরামে অবশ্য লড়াই হবে কংগ্রেসের সঙ্গে সেখানকার শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টের।
২) কর্নাটক
কর্নাটক রাজ্যের ভোট অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মে মাস নাগাদ। এখানেও লড়াই হবে মূলত বিজেপির (BJP) সঙ্গে কংগ্রেসের। আবার দক্ষিণ কর্নাটকে কংগ্রেসের বদলে একটা ফ্যাক্টর হতে পারে জনতা দল (সেকুলার)।
৩) তেলঙ্গানা
ভারতের সব থেকে নবীনতম এই রাজ্যে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ ভোট হবে।
৪) মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের ও নির্বাচন হবে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এবং এখানে লড়াই হবে মূলত শাসক দল বিজেপির (BJP) সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের।
৫) রাজস্থান এবং ছত্তিসগড়
২০২৩ এর বিধানসভা ভোট হবে এই দুটি রাজ্যে। দুটি রাজ্যেই বর্তমানে ক্ষমতায় রয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাই এই দুটি রাজ্যকে জিতে তারা পুনরায় ক্ষমতা দখল করতে চায়। কিন্তু রাজস্থানে শচীন পাইলটের সঙ্গে অশোক গেহলটের লড়াইও বেশ জমে উঠেছে। কংগ্রেস বনাম বিজেপি (BJP) তো হবেই এখানে, তার সঙ্গে শচীন পাইলট বনাম অশোক গেহলট হয় কি না সেদিকেই নজর থাকবে দেশের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours