WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

WhatsApp: কীভাবে এই ফিচার কাজ করবে জানেন?
WhatsApp-New-Feature-UK-891719
WhatsApp-New-Feature-UK-891719

মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) খুব শীঘ্রই একটি মজাদার ফিচার আসতে চলেছে। যার ফলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টেটাসেও দিতে পারবেন ভয়েস নোট। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ প্রায়ই নতুন নতুন ফিচার লঞ্চ করে। এবার তারা এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Whatsapp Status) ভয়েস রেকর্ড (Voice Note) শেয়ার  করতে পারবেন।


হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট...

বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপের (WhatsApp) স্টেটাসে ২৪ ঘণ্টার জন্য ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চালু হয়ে গেলে আগামী দিনে ইজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন। আর মনে করা হচ্ছে, এটি খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। বিটা ভার্সানে আপাতত ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস রেকর্ড স্টেটাসে অ্যাড করা যাচ্ছে। এই বিষয়ে ট্যুইটও করেছে WABetaInfo। WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে যে, নতুন বৈশিষ্ট্যটি ইতিমধ্যে আইওএস বিটা ভার্সনে দেখা গেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছে আইওএস বিটা ভার্সনে। আবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। ফলে খুব শীঘ্রই ফাইনাল ভার্সনে আসতে পারে এই ভয়েস স্টেটাসের সুবিধা।

আরও পড়ুন: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার 'কম্প্যানিয়ন মোড'

কীভাবে স্টেটাসে দেবেন ভয়েস নোট?

WABetaInfo বিটা ভার্সনে স্টেটাসের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, টাইপ করার স্থানের ডানদিকে একটি নীল মাইক্রোফোন চিহ্ন রয়েছে। অর্থাৎ তাতে ট্যাপ করেই এই ভয়েস রেকর্ড স্টেটাসে দেওয়া যাবে। তবে জানা গিয়েছে, স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার আপনারা টেক্সটও অ্যাড করার সুযোগ পাবেন।   

তবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হতে হয়ত আর বেশি দেরি নেই।

আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles