মাধ্যম নিউজ ডেস্ক: বাতাসে শীতের আমেজ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমাগত শীতল হয়েই চলেছে। আজও তাপমাত্রা ১৭-এর ঘরেই। তবে কলকাতায় কি আদেও শীত পড়েছে, কী বলছেন আবহবিদরা (West Bengal Weather)?
কলকাতার আবহাওয়া
কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের তাপমাত্রা ১৭.৬। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। ফলে গতকালের থেকে সামান্য তাপমাত্রা বাড়লেও আগামী কয়েক দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ। বুধবার দিনের বেলা আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে (West Bengal Weather)।
আরও পড়ুন:সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব, নভেম্বরেই কি শীতের প্রবেশ রাজ্যে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এই মুহূর্তে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে ও বেলা বাড়তেই স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে। ফলে কলকাতায় শীত আসতে এখনও মাসখানেক রয়েছে বলে মনে করেছেন আবহবিদরা। সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা নামলে এবং তা কয়েক দিন স্থায়ী হলেই শীত পড়েছে বলা হয়। বিভিন্ন জেলায় এই পরিস্থিতির সৃষ্টি হলেও অর্থাৎ অনেক জেলাতেই তাপমাত্রা ১৫-এর নীচে নেমেছে, ফলে সেই জায়গায় শীত পড়েছে বলে মনে করা হয়। তবে কলকাতার ক্ষেত্রে তা হয়নি। আবহবিদরা জানিয়েছেন, রাতের তাপমাত্রা অন্যান্য বছরে এই সময় যা থাকে তার থেকে ৪ ডিগ্রি কম রয়েছে দক্ষিণবঙ্গে (West Bengal Weather)।
আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও ইঙ্গিত না থাকায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। তবে ১৮ থেকে ২০ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather)।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে (West Bengal Weather)। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাতও হতে পারে। তবে উত্তরবঙ্গের আর বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
+ There are no comments
Add yours