মাধ্যম নিউজ ডেস্ক: আগামী রবিবার, ২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ। যেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। একে অপরকে মেপে চলেছেন দুই দেশের ক্রিকেটারেরা। সেই ছবিই ধরা পড়ল অস্ট্রেলিয়ায়। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার আঁচ অনেক আগে থেকেই চলতে শুরু করেছে। চলতি বছরে ইতিমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলই একবার করে জয় পেয়েছে। দ্বিতীয় সাক্ষাতে একে অপরকে টেক্কা দিতে বদ্ধপরিকর রোহিত-বাবররা। কে বাজি মারবে সেটা দেখার জন্যে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরাও।
Indian team watching Pakistan vs England warm-up at Gabba. #ENGvPAK pic.twitter.com/ZVk9YnmEly
— #T20WorldCup2022 #INDvPAK #PAKvENG #PAKvNZ #PAKvNZ (@PAKSport_Tv) October 17, 2022
দুই দলের ক্রিকেটাররা অনুশীলনে কোনও খামতি রাখছেন না। আসলে রোহিত শর্মা, বাবর আজমরা জানেন, এই ম্যাচটা জিততে পারলে টি-২০ বিশ্বকাপের অর্ধেক পথ অতিক্রম করে ফেলা যাবে। তাই জিততে হবে যে কোনও উপায়ে। খোঁজ রাখতে হবে শত্রু শিবিরের উপর। সেই ছবিই ধরা পড়ল ব্রিসবেনের গাব্বায়। এখানে ছিল দু’টি প্রস্তুতি ম্যাচ। প্রথম ভারত খেলল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরে পাকিস্তান মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। রোহিতদের যখন ম্যাচ চলছে, তখন মাঠে চলে আসে পাক দল। বাবর আজম, রিজওয়ানরা গ্যালারিতে বসে খেলা দেখেন। আদলে খেলা দেখা তো নয়. শত্রু শিবিরের শক্তি-দুর্বলতা যাচাই করে নিচিছলেন। ম্যাচ শেষ হতে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু হোটেলে ফিরে যাননি। একইভাবে হার্দিক পান্ডয়া, অক্ষর প্যাটেলরা গ্যালারি থেকেই ম্যাচের উপর নজর রাখেন। তাঁরা হয়তো দেখে নিতে চাইছিলেন, শাহিন আফ্রিদিরা কেমন পারফর্ম করছেন।
Team india watching Pakistan vs England warmup match in the stadium pic.twitter.com/YuTX7Dp8Fc
— Maryam 🦋 (@maryamm_56) October 17, 2022
নিজেদের খেলার পর পাকিস্তানের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। দেখে নিলেন প্রতিপক্ষের দুর্বলতাগুলো। জানলেন তাঁদের শক্তিশালী দিক। এই খেলা দেখেই হয়ত বা গেম প্ল্যান তৈরি করল মেন-ইন-ব্লু। যা কাজে লাগবে কি না তা জানা যাবে রবিবার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours