Trishul: নির্বাচন কমিশনে তিন প্রতীকের তালিকা জমা উদ্ধব গোষ্ঠীর, প্রথম পছন্দ ত্রিশূল!

শিন্ডে শিবির জানিয়েছে, তারা শিবসেনার প্রতীক তির-ধনুক...
Uddhav_Thackeray_
Uddhav_Thackeray_

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়বে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডে শিবির। লড়াইয়ের ময়দানে রয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরও। তবে বিবদমান এই দু পক্ষই শিবসেনার আসল প্রতীক তির-ধনুক ব্যবহার করতে পারবে না বলে শনিবারই সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর পর উদ্বব ঠাকরে শিবিরের তরফে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে তিনটি প্রতীক। একটি ত্রিশূল (Trishul), দ্বিতীয়টি উদীয়মান সূর্য এবং তৃতীয়টি জ্বলন্ত মশাল। দলের তিনটি নামও জমা দেওয়া হয়েছে এদিন। এগুলি হল, শিবসেনা (বালাসাহেব ঠাকরে), শিবসেনা (প্রবোধঙ্কর ঠাকরে) এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)।

সূত্রের খবর, উদ্ধব ঠাকরে শিবিরের প্রথম পছন্দ শিবসেনা বালাসাহেব ঠাকরে নামটিই। দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে। প্রতীকের ক্ষেত্রেও এই গোষ্ঠীর প্রথম পছন্দ ত্রিশূল (Trishul)। তা না পাওয়া গেলে উদ্ধব গোষ্ঠীর দ্বিতীয় পছন্দ উদীয়মান সূর্য। মজার বিষয় হল, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফ্রি সিম্বলের যে তালিকা গত বছর সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল, তাতে উদ্ধব শিবিরের পছন্দের কোনও প্রতীকটাই এই মুহূর্তে নেই। ৩ নভেম্বর আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই নির্বাচনে জিততে মরিয়া উদ্ধব ঠাকরে শিবির। তাই তড়িঘড়ি দলের প্রতীক ও সম্ভাব্য নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে উদ্ধব গোষ্ঠী। এদিকে, সোমবার দুপুর পর্যন্তও শিবসেনার একনাথ শিন্ডে শিবির প্রতীকের কোনও তালিকা তৈরি করে উঠতে পারেনি বলে সূত্রের খবর। শিন্ডে শিবির জানিয়েছে, তারা শিবসেনার প্রতীক তির-ধনুক পাওয়ার দাবি জানাবে।

আরও পড়ুন : এবার ভাঙন শিবসেনা পরিবারে, শিন্ডে শিবিরে উদ্ধবের ভাইপোও!

বিজেপির সঙ্গে জোট গড়া নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদ বাঁধে শিবসেনারই একনাথ শিন্ডের। পরে অনুগামীদের নিয়ে আসামে আশ্রয় নেন শিন্ডে। সংখ্যা গরিষ্ঠতা হারানোয় পতন হয় উদ্ধব ঠাকরে সরকারের। মহারাষ্ট্রের তখতে বসেন শিন্ডে। তার পর থেকে দু পক্ষই দাবি করে চলেছে তারাই আসল শিবসেনা। এই লড়াইয়ে জল ঢালতেই আপাতত শিবসেনার প্রতীক তির-ধনুক কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর পরেই তৎপরতা শুরু হয় উদ্ধব ঠাকরে শিবিরে। জমা দেওয়া হয় ত্রিশূল (Trishul) সহ তিন প্রতীকের তালিকা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles