মাধ্যম নিউজ ডেস্ক: এবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) মা ও স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা গিয়েছে সায়গলের মা এবং স্ত্রীর নামে বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা। আর সেই সম্পত্তির উৎস কী তা জানতেই এই তলব। ঠিক কবে ডেকে পাঠানো হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর ইডির এই তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হতে পারে সায়গলের পরিবার।
এর আগে সিবিআই- এর তরফ থেকে দাবি করা হয়েছিল সায়গলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটিও ছাড়িয়ে যেতে পারে। কী করে একজন দেহরক্ষীর কাছে এই বিপুল পরিমাণ টাকা এল তা ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।
আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা! দাবি সুকান্তর, আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী?
এদিকে দফায় দফায় কেষ্ট কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) জেরা করেও সম্পত্তির উৎসর বিষয়ে কিছুই জানতে পারছেন না সিবিআই গোয়েন্দারা। এর আগে ১৭ অগাস্ট বাড়ি গিয়ে সুকন্যাকে জেরা করেন গোয়েন্দারা। ফের ১৬ সেপ্টেম্বর থেকে সুকন্যাকে জেরা শুরু করেছে সিবিআই। কিন্তু এখনও বিষয়ে মুখ খোলেননি সুকন্যা। 'ভোলে বোম' এবং' শিব শম্ভু' রাইস মিলের বিষয়েও মুখ খোলেননি তিনি। এই দুটি চালকলের যৌথ মালিক অনুব্রত কন্যা এবং বিদ্যুৎবরণ গায়েন। একজন প্রাথমিক স্কুল শিক্ষক এবং একজন পুরসভা কর্মী কোনও ঋণ না নিয়ে কী করে ৫ কোটি টাকার মিল কিনলেন, সেই প্রশ্ন গোয়েন্দারা বার বার করলেও কোনও সদুত্তর দেননি সুকন্যা।
অনুব্রতর দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ঠোস প্রমাণ এসেছে সিবিআই- এর হাতে। বাবা-মেয়ের ব্যাংকে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিসও পেয়েছে গোয়েন্দারা। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সব দুর্নীতিতেই যে তাঁর মেয়ে সমান অংশীদার সে বিষয়ে প্রায় নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?
গরুপাচার (Cattle Smuggling Case) মামলায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই শাসক দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর দেশরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। দু’জনেই এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে রয়েছেন। এতদিন এই মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই (CBI)। কিছুদিন ধরেই জল্পনা ছিল যে কোনও মুহূর্তে মামলায় তদন্তে নামতে পারে ইডি (ED)। ইডির সায়গলের স্ত্রী-মাকে তলবে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল।
+ There are no comments
Add yours