Roger Federer Retires: ‘‘রজার তোমার টেনিসের প্রেমে পড়েছি সেই কবে থেকে…’’, আবেগে ভাসলেন সচিন

ফেডেরারের অবসরে সচিন থেকে কোহলি, হার্দিক থেকে রোহিত স্মৃতিমেদুর অগণিত টেনিস প্রেমী
sachin
sachin

মাধ্যম নিউজ ডেস্ক: টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার (Roger Federer)। সুইশ তারকার এই ঘোষণায় মন খারাপ তাঁর ভক্তদের। কে নেই সচিন (Sachin Tendulkar) থেকে কোহলি। সেরেনা থেক নাদাল প্রিয় তারকাকে আর গ্র্যান্ড স্লামের আসরে দেখতে না পাওয়ার হতাশা ধরা পড়েছে সকলের কথায়। যে কোন ক্রীড়া ক্ষেত্রেই এমন চ্য়াম্পিয়ন প্লেয়ার বারবার আসে না। নিজের টেনিস কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রজার ফেডেরার। তার মধ্যে সবথেকে বেশিবার জিতেছেন উইম্বলডন। ৮ বার তিনি উইম্বলডন জিতেছেন। 

ফেডেরারের সঙ্গে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের বন্ধুত্বের কথা আমাদের কলের জানা। ফেডেক্সের অবসর ঘোষণার পর সচিন ট্যুইটারে লেখেন,'অসম্ভব সুন্দর একটি কেরিয়ার কিংবদন্তি রজার ফেডেরার। তোমার টেনিসের  প্রেমে পড়েছি সেই কবে থেকে, মনে নেই। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।'ট্যুইট বার্তায় রজারের খেলা দেখতে না পাওয়ার যন্ত্রণা প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া।

রজারের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্কও  মধুর। কোহলি তাঁর পোস্টে সেই কথাই জানিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক জানান,'সর্বকালের সেরা। রাজা রজার।' সঙ্গে দেওয়া হৃদয়ের ইমোজি। শুধু বিরাট একা নন, রজার ফেডেরারের অবসরের খবরে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মাও (Anushka Sharma)। বলিউড অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রজার ফেডেরারের পোস্ট করা অবসর সংক্রান্ত অডিও বার্তা শেয়ার করে লিখেছেন, "অসাধারণ প্রতিভা।" পাশে দেওয়া হৃদয়ে ভঙ্গের ইমোজি। ভারত অধিনায়ক রোহিত শর্মাও ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার প্রতি তাঁর  অনুরাগের কথা।

টেনিসের পর আগামি জীবনের জন্য ফেডেক্সকে শুভেচ্ছা জানিয়েছেন সারা বিশ্বের টেনিস প্রেমীরা।  তাঁর অসংখ্য অনুরাগী রজারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিশ্ব টেনিসকে সমৃদ্ধ করার জন্য। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles