মাধ্যম নিউজ ডেস্ক: ডোগরা সাম্রাজ্যের (Dogra dynasty) শেষ রাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করল কেন্দ্র। ২৩ সেপ্টেম্বর ছুটি জন্মু-কাশ্মীরে। কেন্দ্রশাসিত এই অঞ্চলে দীর্ঘ প্রায় ৭৫ বছর পর রাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, গত এক বছর ধরে ডোগরা জনগোষ্ঠী হরি সিংয়ের জন্মদিনে সরকারি ছুটির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল।
আরও পড়ুন: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের
জন্মু-কাশ্মীরের (Jammu Kashmir) লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা জানান, কাশ্মীরের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের এই ঘোষণায় খুশি উপত্যকাবাসী। প্রসঙ্গত, ২০১৯ সালে কাশ্মীর থেকে রদ হয় ৩৭০ ধারা। রাজ্যকে পরিণত করা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। জন্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং ভারতের অন্যান্য দেশীয় রাজ্যের মতো কাশ্মীরকেও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেন।
আরও পড়ুন: কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমাতে আসছে ‘প্রধানমন্ত্রী প্রণাম’ প্রকল্প
১৯৪৭ সালে দেশ স্বাধীনতা লাভ করলে কাশ্মীরকে পাকিস্তান বা ভারত কোনওটির সঙ্গে যুক্ত না করে স্বতন্ত্র দেশীয় রাজ্য হিসেবে রাখতে চেয়েছিলেন হরি সিং। কিন্তু, পাকিস্তানের হানাদার বাহিনী মুসলিম অধ্যুষিত এই রাজ্যটিকে দখল করতে এগিয়ে এলে হরি সিং ভারতের শরণাপন্ন হন। ১৯৪৭ সালের ২৭ অক্টোবর ভারতের সঙ্গে যুক্ত হয় কাশ্মীর।
কিন্তু কাশ্মীরের স্বতন্ত্রতা ও বৈচিত্র্যতা নিয়ে রাজা উদ্বিগ্ন থাকায় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরেও ভারত সরকার হরি সিংহের পূর্বসূরি রণবীর সিংয়ের সম্মানে ‘রণবীর পেনাল কোড’ (Ranbir Penal Code) নামে একটি আইন প্রনয়ণ করে। এছাড়াও রাজ্যের নিজস্ব শাসন আইনে (State Subject law) অ-কাশ্মীরিরা কেউ জমি কিনতে পারতেন না। ৫ অগাস্ট ২০১৯ সালে সংসদে ৩৭০ ও ৩৫এ বাতিল করা হলে কাশ্মীর এই বিশেষ রাজ্যের মর্যাদা হারায়।
+ There are no comments
Add yours