মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বে ভাল শুরু করেও সুপার ফোরে ব্যাক-টু ব্যাক হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত ভারতের। তবু দল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরেই অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বিশ্বযুদ্ধে এই দল নিয়ে ভারত কী পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? অধিনায়ক রোহিত জানালেন তিনি উদ্বিগ্ন নন। রোহিত বলেন,"দুই ম্যাচে হেরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন নই আমরা। ওটা একটা অন্য সিরিজ। লড়াইটা শুরু হবে শূন্য থেকে।" তাঁর কথায়, "গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক ম্যাচ জিতেছি। আমরা এখন ৯০ ভাগ সেট হওয়া দল। হয়তো কিছু পরিবর্তন আসবে। কিন্তু এই দলটা খুবই উন্নত।"
দলের উপর ভরসা থাকলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোক্ষম সময়ে রান করতে না পারাকেই দুষলেন ভারত অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচ হারের পর রোহিত শর্মা বলেছেন,"আসলে আমরা ব্যাট হাতে ইনিংস ঠিক জায়গায় শেষ করতে পারিনি। দুটো ইনিংসেই আমাদের ১০-১২ রান কম ছিল।" ভারতের স্কোরবোর্ডে আরও রান দরকার ছিল বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপরাও।
If you know that bowling is your weak link, you don’t point fingers at it…you must put the onus on the stronger suit i.e. India’s batting. Failure to score 15-20 above par is where the fault lies. Indian batting isn’t lasting full 20 overs…therefore, no final flourish.
— Aakash Chopra (@cricketaakash) September 6, 2022
ভারতের পরাজয়ে হতাশ ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইটবার্তায় প্রসাদ জানান, এই হার থেকে শিক্ষা নিতে হবে। দলের অনেকগুলো দুর্বল জায়গা রয়েছে। তা ঠিক করা প্রয়োজন। নতুবা সামনে সমস্যায় পড়তে হবে।
India has a lot of concerns to address and they will be very disappointed with this result. Many areas to improve on before the World Cup. A special effort by Sri Lanka though. #IndvsSL
— Venkatesh Prasad (@venkateshprasad) September 6, 2022
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দ্বীপরাষ্ট্র। এদিনও শেষের দিকে অতিরিক্ত রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল, নানা ছোট ছোট ভুলে ম্যাচ হাতের বাইরে চলে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ।
আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট
এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে! এখন ফাইনাল খেলার সম্ভাবনা তাদের নিজেদের হাতে নেই। বাকি ম্যাচের ফলাফলের ওপর তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে, আর শ্রীলঙ্কা যদি পাকিস্তানের বিপক্ষে জেতে তবেই সম্ভাবনা থাকবে ভারতের ফাইনালে খেলার। এজন্য অবশ্য ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours