Web Series on Rajiv Assassination: ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’, ওটিটি পর্দায় রাজীবহত্যা রহস্য 

রাজীব গান্ধী হত্যার পিছনে রয়েছে কোন গল্প মূলত সেই রহস্যই উন্মোচন করবেন পরিচালক।
Trail_of_an_Assassin
Trail_of_an_Assassin

মাধ্যম নিউজ ডেস্ক: দিনটা ছিল ২১ মে। আর সালটা ১৯৯১। তামিলনাডুর মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে ৩০ মাইল দূরে শ্রীপেরুম্বুদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার সভায় এক আত্মঘাতী জঙ্গির হাতে নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi)। সেই সময় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) সভাপতিও ছিলেন তিনি । কেটে গিয়েছে ৩১টা বছর। কিন্তু এখনও রাজীবহত্যার স্মৃতি ভারতীয়দের মনে দগদগে ক্ষতের মতোই রয়ে গিয়েছে। এই ঘটনার পিছনের অনেক সত্যিই আজও শিহরিত করে আমাদের। নয়ের দশকের সেই অভিশপ্ত সময়কেই ফিরিয়ে আনছেন পরিচালক নাগেশ কুকুনুর (Nagesh Kukunoor)। ওয়েব সিরিজের মাধ্যমে।

আরও পড়ুন: 'বিক্রম বেদা'-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার     

রাজীব গান্ধী হত্যার পিছনে রয়েছে কোন গল্প মূলত সেই রহস্যই উন্মোচন করবেন পরিচালক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগেশ কুকুনুর, এর আগে ‘সিটি অফ ড্রিমস’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিলেন। এই ছবির প্রযোজনা করেছিল অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট (Applause Entertainment)। আবারও এই প্রযোজনা সংস্থার হাত ধরেই পরিচালক কুকুনুর পর্দায় ফুটিয়ে তুলবেন রাজীবহত্যা রহস্য। 

অনিরুদ্ধ মিত্রর (Anirudhya Mitra) সদ্য প্রকাশিত বই ‘নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন’ (Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassin)- এর  ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজটি। সিরিজের নাম ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’ (Trail of an Assassin)। হত্যাকারীর গল্প তুলে ধরা হবে সেই সিরিজের মাধ্যমে। 

আরও পড়ুন: 'মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?' প্রশ্ন করলেন কঙ্গনা

প্রাক্তন সাংবাদিক, অনিরুদ্ধ মিত্র সেই সময় রাজীব গান্ধী হত্যার খবর করেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু এক্সক্লুসিভ খবর ব্রেকও করেছিলেন তিনি। সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল কীভাবে এই হত্যার প্লট খুঁজে বের করে? কীভাবে ঘাতকদের সনাক্ত করা হয়? এই ঘটনার মাস্টারমাইন্ড কে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সিরিজে।   
 
সোশ্যাল মিডিয়ায় এই ছবিরই ফাস্ট পোস্টার লুক প্রকাশ করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট। সূত্রমতে, অল্প সময়েই মুক্তি পাবে সিরিজটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Applause Entertainment (@applausesocial)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles