মাধ্যম নিউজ ডেস্ক: সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছে বাংলাতেই। এমনটাই জানাল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (NCRB Report 2021)। ২০২১ সালে এই রাজ্যেই শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা দায়ের করেছেন রাজ্যের মেয়েরা। গার্হস্থ্য হিংসার মামলায় দ্বিতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য উত্তর প্রদেশ। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান।
এর আগে ২০১৯ সালে এনসিআরবি ডেটার নিরিখে এই একই বিষয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) তৃতীয়স্থানে ছিল। দু বছরেই প্রথম স্থানে উত্থান। একবছরে বাংলায় ৪৯৮এ ধারায় ১৯ হাজার ৯৫২টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: ভারতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কী করে প্রতিহত করবেন?
উত্তর প্রদেশে এই একই ধারায় এক বছরে মামলা দায়ের হয়েছে ১৮ হাজার ৩৭৫টি। রাজস্থানে এক বছরে গার্হস্থ্য হিংসার মামলার সংখ্যা ১৬ হাজার ৯৪৯টি। সবচেয়ে কম গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছে গোয়ায়। সেখানে গোটা বছরে মাত্র একটি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। নাগাল্যান্ড এবং সিকিমে যথাক্রমে ২টি এবং ৩টি মামলা দায়ের হয়েছে।
সেই তুলনায় বাংলায় গার্হস্থ্য হিংসার এই পরিসংখ্যান দুশ্চিন্তায় ফেলেছে সংশ্লিষ্ট মহলকে। রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে ৪১.৫ জন পারিবারিক হিংসার শিকার হয়েছেন। যেখানে গোটা দেশে গার্হস্থ্য হিংসার গড় ২০.৫, সেখানে রাজ্যের গড় দ্বিগুণেরও বেশি। রাজ্যে পারিবারিক হিংসার গড় ৪১.৫। এই পরিসংখ্যানে অস্বস্তিতে রাজ্য প্রশাসনও।
আরও পড়ুন: ২০২১ সালে জঙ্গিদের থেকে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন বেশি পুলিশকর্মী, বলছে এনসিআরবি রিপোর্ট
তবে দেশের অন্যান্য মহানগরগুলির তুলনায় কলকাতায় পারিবারিক হিংসার অভিযোগ অনেকটাই কম। তিলোত্তমায় ৮৪১টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। যেখানে দিল্লিতে ৪ হাজার ৬৭৪টি, হায়দ্রাবাদে ১ হাজার ৬৭৮টি, জয়পুরে ১২০০টি এবং লখনউ- এ ১ হাজার ১০১টি মামলা দায়ের হয়েছে।
এছাড়া মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখেও প্রথম পাঁচ রাজ্যে নাম রয়েছে বাংলার। ২০২১ সালে এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৩৫,৮৮৪টি অভিযোগ দায়ের হয়েছে। যা ২০২০ সালের (৩৬,৪৩৯) থেকে সামান্য কম হলেও ২০১৯ সালের (২৯,৮৫৯) থেকে অনেকটাই বেশি। মহিলাদের বিরুদ্ধে সবথেকে বেশি অপরাধের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে (৫৬,০৮৩)। এরপরেই রয়েছে রাজস্থান (৪০,৭৩৮), তারপরে রয়েছে মহারাষ্ট্র (৩৯,৫২৬)। আর এরপরেই পঞ্চম স্থানে রয়েছে বাংলা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours