মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ (West Bengal) এবং উত্তর ওড়িশার (Odisha) উপকুলবর্তী অঞ্চলে (Coastal Area) নিম্নচাপের (Depression) সৃষ্টি হয়েছে। গত ছ ঘণ্টা ধরে এই অঞ্চলে রয়েছে নিম্নচাপটি। ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এই নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ। আর সেই কারণে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে। বাকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিচ্ছে সাইক্লোনের, আপনার জেলাতেও কি আছড়ে পড়বে ঝড়?
Deep Depression over south Jharkhand and adjoining North Odisha and West Bengal about 40 km south-southwest of Jamshedpur (Jharkhand).To move west-northwestwards across Jharkhand & adjoining north Odisha and North Chhattisgarh towards north Madhya Pradesh and weaken gradually. pic.twitter.com/2NaLkX5VQm
— India Meteorological Department (@Indiametdept) August 20, 2022
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) নিম্নচাপের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার চার জেলাকে ভারী বৃষ্টিপাতের জন্যে সতর্ক থাকার অনুরোধ করেছিলেন। রেড অ্যালার্ট রয়েছে ওড়িশার বেশ কিছু জায়গায়।
উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকুলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। দক্ষিণ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়া সকাল থেকেই এই নিম্নচাপের জেরে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বৃষ্টিপাত হয়েছে।
উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে আজ সারাদিনই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে উত্তর-পশ্চিম ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিধর্ভতে।
আগামীকাল এই সব এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ছত্তিশগড়, বিধর্ভতে।
ওড়িশা সরকারের তরফে বন্যা মোকাবিলায় সবরকমের চেষ্টার কথা বলা হয়েছে।
রাঁচির আবহাওয়া দফতরের তরফে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরাইকেলা-খারসওয়ান, পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম ও মধ্য ঝাড়খণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
+ There are no comments
Add yours