CBSE Exam 2023: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি

বোর্ড জানিয়েছে আগামী বছর একটিই পরীক্ষা নেওয়া হবে। 
CBSE
CBSE

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির পরে শুরু হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Exam 2023)। এবছরের পরীক্ষার ফল ঘোষণার পরেই এমনটা জানিয়েছে বোর্ড। এ বছরের মতো দুটি টার্মে নয়, সামনের বছর একটিই বার্ষিক পরীক্ষা নেবে বোর্ড। সঙ্গে রয়েছে আরও কিছু পরিবর্তন। আগামী বছর যারা পরীক্ষায় বসবেন, তাঁদের এই বিষয়গুলি জেনে নেওয়া অতি আবশ্যক। 

আরও পড়ুন: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

চলতি বছর দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসই। প্রথম টার্ম থেকে ৩০% এবং দ্বিতীয় টার্ম থেকে ৭০% ওয়েটেজ ধরা হয়েছিল। প্র্যাকটিকালের ক্ষেত্রে দুটি টার্মেই সমান ওয়েটেজ ধরা হয়েছে। কিন্তু আগামী বছর সেরকম কিছুই হচ্ছে না। কারণ বোর্ড জানিয়েছে আগামী বছর একটিই পরীক্ষা নেওয়া হবে। 

একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের ওপর চাপ কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। নবম থেকে দ্বাদশ শ্রেণির ৩০% সিলেবাস কমাবে বলে জানিয়েছে বোর্ড। cbseacademic.nic.in - এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন সেই সিলেবাস।

আরও পড়ুন: মেয়ে সিবিএসই বোর্ডে ১০০% নম্বর পাওয়ায় দুশ্চিন্তায় মা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

যেসব পড়ুয়ারা আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসবেন, তাঁরা cbseacademic.nic.in - এই লিঙ্কে গিয়ে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারেন। সেখানে রয়েছে স্যাম্পেল প্রশ্নপত্র, মার্কিং স্কিম, ক্যুয়েশ্চন ব্যাঙ্ক ইত্যাদি। কোর্স শুরু হলেই স্টাডি মেটেরিয়াল প্রকাশিত হবে ওয়েবসাইটে। এই প্রশ্নপত্রগুলো দেখলেই আগামী বছরের পরীক্ষা সম্পর্কে বিশদে ধারণা পাবেন পড়ুয়ারা। 

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ২৬ জুলাই থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে। 

বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles