মাধ্যম নিউজ ডেস্ক: মে মাসের ২৪ তারিখ শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ হয়েছে। জন মাসের শেষে বা জুলাই মাসে শুরুতেই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে cbseresults.nic.in- এই লিঙ্কে। দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড।
কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।
আরও পড়ুন: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন
চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় সবাইকেই বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে।
আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE
কী করে দেখবেন সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল?
প্রথমে cbseresults.nic.in - এই লিঙ্কে যান।
এই হোমপেজে 'results' বলে লিঙ্কটায় ক্লিক করতে হবে।
একটি নতুন পেজে (http://cbseresults.nic.in) রিডাইরেক্ট করে দেওয়া হবে।
সেখানে 'CBSE Class 10th Result 2022' বা 'CBSE Class 12th Result 2022' লিঙ্কটিতে ক্লিক করুন।
সেখানে রোল নম্বর দিয়ে 'submit'- এ ক্লিক করুন।
এভাবেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল দেখতে পারবেন পড়ুয়ারা।
এছাড়াও বিভিন্ন অ্যাপেও দেখা যাবে ফল।
+ There are no comments
Add yours