মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তারকা ঠাসা অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয় বলিউডের কিং খানের। তাঁকে ছাড়াই অমিতাভ-জয়া এবং বাংলা ইন্ডাস্ট্রির তাবড়-তাবড় অভিনেতাদের উপস্থিতিতে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর আগের দু বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
বৃহস্পতিবার (KIFF 2022) দুপুর ৩টেয় কলকাতায় পৌঁছনোর কথা ছিল শাহরুখ খানের। ২০১৯- এর মতো এবারও করলেন দেরি। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি আসেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। তাঁকে ছাড়াই ৪.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির হন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। অমিতাভ বচ্চনের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, চঞ্চল চৌধুরী, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।
এবার চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) ৫৭ টি দেশের ১০৭৮ টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২ টি দেশের ১৮৩ টি ছবি। ১৪ টি বিভাগে ১০ টি ভেনুতে থাকছে ২৩১ টি ছবি। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬ টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০ টি ছবি প্রদর্শিত হবে। এবছর বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে এবার চলচ্চিত্র উৎসবে যুক্ত হয়েছে নতুন বিভাগ, গেম অন, যে বিভাগে প্রদর্শিত হবে খেলা সংক্রান্ত ছবি। সেই তালিকায় রয়েছে কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours