FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

কাতারের মতো ছোট দেশে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন, অভিমত শেপ ব্লাটারের
Former_FIFA_President_Sepp_Blatter
Former_FIFA_President_Sepp_Blatter

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) যত এগিয়ে আসছে ততই সমালোচনা তীব্র হচ্ছে কাতারের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের স্বল্প পারিশ্রমিকে বিশ্বকাপের পরিকাঠামো তৈরি করানোর অভিযোগ উঠেছিল আগে। চরম দুরবস্থার শিকার হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক এই অভিযোগ তুলে কাতারে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল বেশ কিছু মানবাধিকার সংগঠন। যদিও সেই বাধা পেরিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কাতার। আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বসেরা হওয়ার লড়াই। তার ঠিক আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার ( Former FIFA President Sepp Blatter)। তিনি বলেছেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই বড় ভুল ছিল।

কী বললেন ব্লাটার


আসলে ২০১০ সালে কাতার যখন বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের দায়িত্ব পেয়েছিল তখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কাতারের মতো ছোট দেশে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন বলেও মনে হয়েছে তাঁর। ব্লাটার বলেছেন, "সেই সময় আমাদের হাতে দুটো অপশন ছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং পরেরটা আমেরিকা। তাতে একটা সুবিধা ছিল যে বিশ্বের দুই শক্তিধর দেশ ফুটবলের মাধ্যমে শান্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু সেটা হয়নি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পায়। কিন্তু সিদ্ধান্তটা যে সঠিক ছিল না সেটা আমরা এখন বুঝতে পারছি। এটা আমাদের কাছে বড় মিসটেক।"

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

দুর্নীতির অভিযোগে ছয় বছর ফিফা থেকে নির্বাসিত ছিলেন ব্লাটার। সেই নির্বাসন উঠেছে গত জুলাই। জুরিখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লাটার তোপ দেগেছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান তিনের দিকে। তিনি বলেছেন, 'ইনফান তিনে, এখন কাতারে বসে কি করছে? বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের জন্য লোকাল অর্গানাইজিং কমিটি রয়েছে। সেটা পরিচালনা করার দায়িত্ব তো ওর নয়। ফিফার অর্গানাইজিং কমিটি এবং লোকাল অর্গানাইজিং কমিটি যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে থাকে। সেখানে ফিফা প্রেসিডেন্টের নাক গলানোর কোন প্রয়োজন পড়ে না।'

চোট-আঘাত সমস্যা

বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) মূলত জুন জুলাই মাসে হয়ে থাকে। এবার সেই রীতি ভাঙতে হয়েছে কারণ ওই সময় কাতারে প্রচন্ড গরম থাকে। যার ফলে ফুটবলারদের সমস্যা হতে পারে বলে মনে হয়েছিল ফিফার। সেই কারণেই ঠিক বিশ্বকাপের সময় পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে করা হচ্ছে। এই সময় কিছুটা ঠান্ডা এবং মনোরম পরিবেশ থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে ব্লাটার বলেছেন, '২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই যে বড় ভুল হয়েছিল সেটা এই ঘটনাতেই স্পষ্ট। সাধারণত জুন জুলাই মাসেই বিশ্বকাপ হয়ে থাকে। সেই সময় ক্লাব ফুটবলের তেমন কোনও চাপ থাকে না। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হচ্ছে বলে ফুটবলাররা সেভাবে বিশ্রাম পাবে না। কারণ এখনও অনেক খেলোয়াড় ক্লাবের হয়ে খেলছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে ফুটবলারদের ফিট থাকাটাও জরুরী। কিন্তু ক্লাব ফুটবলে নিয়মিত খেলার ফলে অনেকেই চোট পাচ্ছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে ।"

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles